প্রতিবছর সামার এলেই গোটা আমেরিকাজুড়ে উৎসবে মেতে ওঠেন বাংলাদেশিরা। সভা, সেমিনার, সিম্পোজিয়াম, পিকনিক, কালচারাল ইভেন্ট কিংবা বইমেলা, এমন অনেক কিছুই থাকে তাদের আয়োজনের ডালিতে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় রবিবার (২৪ জুলাই) নিউইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হলো জমজমাট পথমেলা ও ঈদ পুনর্মিলনী উৎসব। বাংলাদেশি আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউএসএ ইনক (ব্যান্ডস) আয়োজিত পথমেলাকে ঘিরে এদিন ব্রঙ্কসের পার্ডি স্ট্রিটে ঢল নেমেছিল প্রবাসী বাংলাদেশিদের। আর সেখানে উপস্থিত হয়ে মেলাপ্রেমীদের আরও প্রাণবন্ত করে তোলেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।
মাথার ওপর প্রখর রোদ এবং তাপমাত্রা ৯৫ ডিগ্রি ফারেনহাট উপেক্ষা করে বাংলাদেশিরা দলে দলে যোগ দেন ব্রঙ্কসের পথমেলায়। মেলার প্রধান অতিথি সিটি মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশি আমেরিকানদের ভাগ্যোন্নয়নে আরও পারস্পরিক সহযোগিতামূলক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন। একইসঙ্গে তিনি নিউইয়র্ক সিটির অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করারও অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশিদের নিরাপত্তায় বিশেষ নজর দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
এর আগে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর মাহমুদ। আয়োজকদের দাবি- মেলায় উপস্থিত হয়ে প্রবাসী বাংলাদেশিদের নতুন ইতিহাস, উৎসাহ ও উদ্দীপনার জন্ম দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। এজন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে মেয়রকে।