বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র দখল, দাবি রাশিয়ার

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২৮, ২০২২ ১১:২৭ পূর্বাহ্ণ

Spread the love

ইউক্রেনের পূর্ব দিকে দেশটির দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র দখল করে নিয়েছে রাশিয়া। রুশ বাহিনী পক্ষ থেকে এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের সোভিতলোদারস্ক শহরের কাছে সোভিয়েত আমলের কয়লা চালিত ভুহলেহিরস্ক প্ল্যান্টটি দখল হয়েছে, দাবি রুশ বাহিনীর।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা অলেকসি আরেস্তোভিচ এটিকে রুশ বাহিনীর ‘ক্ষুদ্র, কৌশলগত সুবিধা’ হিসেবে বর্ণনা করেছেন।

রুশ বাহিনীর পূর্ব ইউক্রেনে বিদ্যুতকেন্দ্র দখল হবে মস্কোর তিন সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে প্রথম কৌশলগত অর্জন।

রাশিয়ার টিভি স্টেশন রোশিয়া ১-এর খবরে বলা হয়েছে, রুশ বাহিনী এবং ডনবাসের বিদ্রোহীরা বিদ্যুতকেন্দ্রটির নিয়ন্ত্রণ দখলে নিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৫৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

সর্বশেষ - প্রবাস

Translate »