টেস্টে ব্যাটার হিসেবে বিরাট কোহলির পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ। গত দুই বছরে টেস্টে একটিও সেঞ্চুরি হাঁকাতে পারেননি তিনি, গড় মাত্র ২৬.০৮।
তবে অধিনায়ক হিসেবে কোহলির পারফরম্যান্স রীতিমতো দুর্দান্ত।
বৃহস্পতিবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়ে অনন্য এক ইতিহাস গড়লেন কোহলি। ছাপিয়ে গেলেন নিজ দেশের আগের সব অধিনায়ককে, পেছনে ফেললেন রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনিকে। কেবল ব্যতিক্রম বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাবা মনসুর আলি খানকে।
পরিসংখ্যান বলছে, ভারত অধিনায়ক হিসেবে কোহলি বিশ্বের সর্বত্র সবচেয়ে বেশি টেস্টে সাফল্য পেয়েছেন। তার মতো সাফল্যের রেকর্ড ভারতের আর কোনো অধিনায়কের নেই। শুধুমাত্র নিউজিল্যান্ডে তাকে ছাপিয়ে গেছেন মনসুর আলি খান পতৌদি।
অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে ৩টি, অস্ট্রেলিয়ায় ২টি, দক্ষিণ আফ্রিকায় ২টি, ওয়েস্ট ইন্ডিজে ৪টি, শ্রীলংকায় ৫টি টেস্ট জয়ের রেকর্ড রয়েছে কোহলির।
এতো বেশি টেস্ট জয়ের রেকর্ড নেই আর কোনো ভারতীয় অধিনায়কের।
ঘরের মাঠেও এখন পর্যন্ত ২৪টি টেস্ট জিতেছেন কোহলি, যা ভারত অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ।
শুধু নিউজিল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জেতার রেকর্ড এখনো পতৌদি নবাবের দখলে, ৩টি।
মাত্র ২১ বছর বয়সে ভারতীয় দলের অধিনায়ক হন মনসুর আলি খান পতৌদি। ভারতের হয়ে ১৯৬১ থেকে ১৯৭৫ পর্যন্ত ৪৬টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছিলেন পতৌদি, যার মধ্যে ৪০টি ম্যাচেই তিনি ছিলেন অধিনায়ক।
১৯৬৯ সালে তিনি ভারতের বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে বিয়ে করেন। তাদের ছেলে সাইফ আলি খান এবং মেয়ে সোহা আলি খান দুজনেই বলিউড ইন্ডাস্টির জনপ্রিয় তারকা।