রবিবার , ২ জানুয়ারি ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

দক্ষিণ আফ্রিকার সংসদ ভবনে আগুন

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ২, ২০২২ ১২:২৭ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকার সংসদ ভবনে আগুন

Spread the love

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে অবস্থিত দেশটির পার্লামেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার পার্লামেন্ট কমপ্লেক্সের একটি অংশের ছাদে আগুনের লেলিহান শিখা দেখা যায়।

আগুন লাগার কয়েক ঘণ্টা পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দেশটির কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানিয়েছে। 

সংসদের এক বিবৃতিতে বলা হয়েছে, ওল্ড উইংয়ের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দমকলকর্মীরা বর্তমানে নিউ উইংয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আগুনে জাতীয় সংসদ চেম্বার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংসদের সুরক্ষা এবং নিরাপত্তাবিষয়ক কেপ টাউনের মেয়র কমিটির সদস্য জিন-পিয়েরে স্মিথ বলেছেন, প্রায় ৬০ জন দমকলকর্মী ১২টি অগ্নিনির্বাপক যান এবং একটি স্কাই লিফ্ট হাইড্রোলিক প্ল্যাটফর্ম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

কেপ টাউন মেয়রাল কমিটির সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা জঁ-পিয়েরে স্মিথ জানান, প্রাথমিক প্রতিবেদনে একটি অফিস প্রাঙ্গণ থেকে আগুনের সূত্রপাত এবং পরে সেখান থেকে অন্যত্র ছড়িয়ে পড়ার ইঙ্গিত মিলেছে। 

তিনি বলেন, ভবনের ছাদের একাংশ ধসে পড়েছে। আগুন লাগার পর ফায়ার অ্যালার্ম কাজ করেনি। দেয়ালে বড় বড় ফাটল শনাক্ত করার কথা জানিয়েছেন কর্মকর্তারা, যা উদ্বেগের বিষয়। 

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও জানা যায়নি।   

সর্বশেষ - প্রবাস

Translate »