ইসরাইলি ঠিকানায় এখন থেকে আর কোনো চিঠি বিতরণ করবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের ডাক বিভাগ।
ফিলিস্তিনের ডাক বিভাগের মুখপাত্র ইমাদ তমিজি বলেছেন, ২০২২ সাল থেকে আমরা ফিলিস্তিনি ভূমি দখলকারী ইসরাইলিদের ঠিকানায় আর চিঠি বিলি করবো না। খবর আরব নিউজের।
ইসরাইলি পত্রিকায় এর আগে খবর প্রকাশ হয়, চীনা প্রতিষ্ঠান আলী এক্সপ্রেস ফিলিস্তিনিদের ঠিকানায় চিঠি বিলি বন্ধ করতে যাচ্ছে।
আলী এক্সপ্রেসের ওই ঘোষণার পর অনেক ফিলিস্তিনি তাদের ঠিকানায় ইসরাইলি নাম ব্যবহার শুরু করে।
আসলে এই তৎপরতা বন্ধের জন্য ফিলিস্তিনের ডাক বিভাগ ইসরাইলি ঠিকানায় চিঠি বিলি বন্ধের ঘোষণা দেয়।
ফিলিস্তিনের ডাক বিভাগের মুখপাত্র ইমাদ তমিজি জানান, তারা আলী এক্সপ্রেসের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছেন ইসরাইলি পত্রিকার খবরটি আসলে ভুয়া। ফিলিস্তিনি চিঠি বিলিতে তাদের কোনো আপত্তি নেই।