রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টার মধ্যে একটি পরিচ্ছন্ন নগরীর উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৩টি ইউনিটে ১ হাজার ৪২জন পরিচ্ছন্নতা কর্মী বর্জ্য অপসারণ কাজ করছেন। বিগত বছরের ঈদ-উল-আযহার সফলতা ও প্রশংসা ধরে রাখার লক্ষে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করে এবারো সেই সফলতা ধরে রাখলেন রংপুর সিটি কর্পোরেশন। কোরবানির বর্জ্য অপসারণের জন্য পবিত্র ঈদ-উল-আযহায় কোরবানির জন্য ৩৩টি ওয়ার্ডে ১১৭টি স্থান নির্ধারণ করে দিয়ে ছিলেন রংপুর সিটি কর্পোরেশন।
রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ মো. সামছুল হক জানান, কয়েক বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারও ১২ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। এদিকে ১২ঘন্টার মধ্যে নগরীর বর্জ্য অপসারণ করা হলেও ‘ঈদের ৩ দিনে অনেকে কোরবানি করে থাকেন। তাই এই ৩দিন সার্বক্ষণিক কোরবানির বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত থাকবেন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা।