রবিবার , ১০ জুলাই ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বন্যার পরও আমরা ভালো অবস্থানে আছি: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
জুলাই ১০, ২০২২ ১১:১৮ অপরাহ্ণ

Spread the love

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ভয়াবহ বন্যার পরও আমরা ভালো অবস্থানে আছি। খাল-বিল ভরাটের কারণে বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলো সংস্কার করতে হবে।

রবিবার (১০ জুলাই) সকালে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ছেলে বেলায় সবসময় বন্যা আসতো। সকালে বন্যা এলে বিকেলে বা পরদিন চলে যেত। কিন্তু এখন নদী-নালা ভরাট হয়ে গেছে। এ জন্য পানি নামতে সময় লাগছে। এগুলো সংস্কার করতে হবে।

পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের কাছে বাড়তি আনন্দ: শাজাহান খানপদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের কাছে বাড়তি আনন্দ: শাজাহান খান
তিনি আরও বলেন, আমরা ভালো অবস্থানে আছি। আজ আমাদের খুশির দিন। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের আমরা ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার ছাড়াও বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান বন্যার্তদের সহযোগিতা করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘ কিংবা অন্যান্যরা আমাদের একটা টাকাও দেয়নি। তবে তারা কিছু সংস্থা বা পার্টনারদের মাধ্যমে দেয়। তাছাড়া আমাদের দেশে জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনের মাধ্যমে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।

সর্বশেষ - প্রবাস

Translate »