বৃহস্পতিবার , ৭ জুলাই ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

১৬ ও ১৭ জুলাই পঞ্চগড়ে টিভি নাটকে অভিনয় প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
Probashbd News
জুলাই ৭, ২০২২ ১২:০৮ অপরাহ্ণ

Spread the love

আগামি ১৬ ও ১৭ জুলাই পঞ্চগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে টিভি নাটকে অভিনয় প্রশিক্ষণ কর্মশালা। পঞ্চগড় ফিল্ম সোসাইটি ও ও চেম্বার অফ আর্টস এর যৌথ উদ্যোগে আয়োজিত উপরোক্ত কর্মশালা পরিচালনা করবেন টিভি নাট্যকার ও পরিচালক সাজ্জাদ রাহমান। এছাড়াও কার্যক্রমকে সফল করে তুলতে সহায়তা করবে বাংলাদেশ ৮৮ পঞ্চগড় জেলা প্যানেল। উপরোক্ত সংগঠনের কোর্ডিনেটর অধ্যাপক, কবি সাইফুল ইসলাম সোহাগ পুরো কার্যক্রমটি তদারক করবেন বলে জানিয়েছেন।

পঞ্চগড় ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট রনি শীল বলেন, ভূমিজ কার্যালয়, নাটকপাড়া, সরকারি অডিটোরিয়াম, পঞ্চগড় এই ঠিকানায় ফরম পাওয়া যাবে এছাড়া একই স্থানে ১৬ জুলাই শনিবার সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কর্মশালা চলবে।

কর্মশালার প্রথম দিনে হাতে কলমে টিভি নাটকে অভিনয়ের টেকনিকগুলো নিয়ে আলোচনা হবে। ২য় দিন একটি টিভি নাটকের শুটিংয়ে অংশগ্রহণ করবেন অংশগ্রহণকারীরা।

কর্মশালায় অংশগ্রহণের আবেদনপত্রে সংগ্রহের জন্য অধ্যাপক সাইফুল ইসলাম সোহাগ, মোবাইল নাম্বার 01712711581 এবং রনি শীল মোবাইল : ০১৭১৭৮১৭৪৮০ নাম্বারে ফোন করার জন্য অনুরোধ করা হয়েছে।

টিভি নাটকে অভিনয় প্রশিক্ষণ কর্মশালায় কারিগরি সহায়তা করবে অনলাইন টিভি নোয়া ভিশন। এছাড়াও অংশগ্রহণকারীদের নিয়ে নাটকটি নোয়া ভিশনে প্রচার হবে বলে জানিয়েছেন নোয়া ভিশনের চেয়ারম্যান রোজি রাহমান।

সর্বশেষ - প্রবাস