নারায়ণগঞ্জে নিম্নবিত্ত ও ছিন্নমূল শিশুদের ৫ টাকার বিনিময়ে হরেক রকম নতুন জামা থেকে শিশু ও তাদের পিতামাতাকে পছন্দ করে ঈদের জামা কেনার সুযোগ করে দিয়েছে মানবিক সংগঠন টিম খোরশেদ ও টাইম টু গীভ।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় দুই শতাধিক শিশু টিম খোরশেদের ৫ টাকা অস্থায়ী দোকান থেকে নিজেরা পছন্দ করে তাদের ঈদের পোশাক কেনাকাটা করে।
টিম খোরশেদের দলনেতা আফরোজা খন্দকার লুনা বলেন, হতদরিদ্র অভিভাবকরা ও শিশুরা যেন দান গ্রহণের হীনমন্যতায় না ভোগে ও কেনাকাটা করার আনন্দ পায় তার জন্য তাদের কাছ থেকে নামমাত্র ৫ টাকা করে নেওয়া হয়েছে। ভবিষ্যতে এরকম আয়োজন আরও বৃহৎ আকারে করা হবে ইনশাআল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, রানা মজিব, শওকত খন্দকার, নাজমুল কবির নাহিদ, মো. শহীদ, হাফেজ শিব্বির, মো. সুমন, নাসিকের ১৩নং ওয়ার্ড সচিব মো. আলী সাবাব টিপু প্রমুখ।