মঙ্গলবার , ৫ জুলাই ২০২২ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নবনির্মিত ভবন থেকে খসে পড়ছে টাইলস

প্রতিবেদক
Probashbd News
জুলাই ৫, ২০২২ ১০:৩৭ অপরাহ্ণ

Spread the love

নির্মাণকাজ শেষে হস্তান্তরের দুই বছর না পেরুতেই ত্রুটি ধরা পড়ছে নবনির্মিত ২৫০ বেডের ঝিনাইদহ সদর হাসপাতাল ভবনে। কথা উঠছে কাজের মান নিয়ে। দেওয়াল ও মেঝে থেকে টাইলস খসে পড়েছে। এসি দিয়ে পানি ঝরছে, মাঝেমধ্যেই অচল হয়ে পড়ে লিফট। এসব বিষয় অভিযোগ আকারে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছে।

জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে আট তলাবিশিষ্ট এ হাসপাতাল ভবন নির্মাণের দায়িত্বে ছিল ঝিনাইদহ গণপূর্ত অধিদপ্তরের। নির্মাণকাজ বাস্তবায়ন করে স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ব্যয় হয় মোট ৪৩ কোটি ৬১ লাখ টাকা। নির্মাণ শেষে গণপূর্ত বিভাগ গত বছরের (২০২১ সাল) মার্চ মাসে ভবন হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। কিন্তু কিছুদিনের মধ্যেই নানা ত্রুটি চোখে পড়ে। সম্প্রতি একটি ওটি রুমের মেঝের টাইলস উঠে যায়। আরেক ওটি রুমের দেওয়াল থেকে খসে পড়েছে টাইলস। ওটি রুমের এসি দিয়ে পানি ঝরছে। মেঝে পরিষ্কার রাখতে হাসপাতাল কর্তৃপক্ষকে এসির নিচে গামলা ও বালতি বসিয়ে রাখতে হচ্ছে। এছাড়া মাঝেমধ্যে লিফট অচল হয়ে পড়ে। গত এক বছরে অন্তত ৭০ বার লিফট অচল হয়েছে। এতে বিভিন্ন তলায় ওঠা-নামায় ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। এদিকে কয়েকটি জানালার কাচও খুলে পড়েছে।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলাম বলেন, ভবনের সমস্যার কথা জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। সেখান থেকে বিষয়টি গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ারকে জানানো হয়। গণপূর্ত বিভাগের খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সরেজমিনে পরিদর্শন করে গেছেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ত্রুটিগুলো ঠিক করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়ে যান। কিন্তু আজও সমস্যার সমাধান হয়নি।

এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী জেরালড ওলিভার গুডা জানান, হাসপাতালের কিছু কাজ করা হয়েছে। বাকি সমস্যাগুলো চলতি অর্থবছরের বাজেট বরাদ্দ থেকে সমাধান করা হবে। তিরি আরো বলেন, কোনো সমস্যা দেখা দিলে মেরামত করে দেওয়া হবে।

সর্বশেষ - প্রবাস

Translate »