শনিবার , ২৫ জুন ২০২২ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মুক্তি পাওয়া এই ব্যক্তিই কি সৌদির সবচেয়ে ছোট রাজনৈতিক বন্দি

প্রতিবেদক
Probashbd News
জুন ২৫, ২০২২ ১১:২৫ অপরাহ্ণ

Spread the love

২০১৪ সালে মাত্র ১৩ বছর বয়সে আটক হওয়া এক বন্দিকে মুক্তি দিয়েছে সৌদি আরব। সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, মুক্তি পাওয়া ওই ব্যক্তির নাম মুর্তজা কুরাইসিস। রাজনৈতিক কারণে সৌদি আরবে বন্দি হওয়া সবচেয়ে কম বয়সি ব্যক্তি মনে করা হয় তাকে।

প্রথমে তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে তা কমিয়ে আট বছর করা হয়। এই সময় শেষ হওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। ২০১১ সালে আরব বসন্তের সময় সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে ২০১৪ সালে গ্রেফতার করা হয় কুরাইসিসকে।
মানবাধিকার গ্রুপগুলো বলছে, মুর্তজা কুরাইসিসকে কয়েক বছর কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়। শেষ পর্যন্ত তাকে যখন বিচারের জন্য তোলা হয়, তখন তার বিরুদ্ধে উগ্রবাদী সন্ত্রাসী গ্রুপের সদস্য হওয়ার অভিযোগ আনা হয়।

বিচারে প্রমাণ হিসেবে মুর্তজা কুরাইসিসের স্বীকারোক্তি আদালতে দাখিল করা হয়। তবে তিনি বরাবর বলে আসছেন, এই স্বীকারোক্তি নির্যাতনের মাধ্যমে আদায় করা হয়েছে।

সর্বশেষ - প্রবাস

Translate »