শনিবার , ২৫ জুন ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পদ্মা সেতুতে উঠতে পেরে হাজারো মানুষের উচ্ছ্বাস

প্রতিবেদক
Probashbd News
জুন ২৫, ২০২২ ১০:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

পদ্মা সেতু উদ্বোধনের পর সেতুর ওপর হাজার হাজার মানুষের ঢল নেমেছে। এ সময় মানুষ হেঁটে পদ্মা সেতুতে উঠে পড়ে। পদ্মা সেতুতে উঠে সবাই মোবাইল ফোনে সেতু ক্যামেরাবন্দি করে এবং সেলফি তোলেন। অনেকে ফেসবুকেও পোস্ট করেন।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কিছুক্ষণ পর সেতুতে মানুষের প্রবেশ বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী।আধা ঘণ্টা পর সেতুতে প্রবেশ করা মানুষকে নামিয়ে দেওয়া হয়। শনিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এ ঘটনা ঘটে।

সেতুতে প্রবেশ করা কয়েকজন দর্শনার্থী জানান, ইতিহাসের সাক্ষী হতে পদ্মা সেতুর ওপরে উঠে সেলফি তুলতে এসেছি।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাগুরায় আনন্দ র‌্যালিপদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাগুরায় আনন্দ র‌্যালি

আবু সাঈদ নামে এক যুবক জানান, পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রতীক। সক্ষমতার স্বাক্ষর রেখেছেন প্রধানমন্ত্রী। স্বপ্ন ছিল পদ্মা সেতুতে ওঠার। আজ সেই স্বপ্ন পূরণ হলো। সেজন্য আমি খুশি।

সর্বশেষ - প্রবাস