শুক্রবার , ২৪ জুন ২০২২ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সিলেটের বন্যা কবলিত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে পর্তুগাল ছাত্রলীগ।

প্রতিবেদক
Probashbd News
জুন ২৪, ২০২২ ২:৪১ অপরাহ্ণ

Spread the love

পর্তুগাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন দর্জীর নেতৃত্বে মঙ্গলবার সিলেট শাহজালাল উপশহর এলাকার একটি বস্তিতে প্রায় শতাধিক বন্যার্তদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ নিয়ে পর্তুগাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন দর্জী বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা পর্তুগাল ছাত্রলীগ এই কর্মসূচি হাতে নিয়েছি। প্রকৃতপক্ষে সিলেটের বর্তমান অবস্থা ভালো নয়, আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার এবং বিশুদ্ধ পানির অভাব রয়েছে। প্রতিদিন এখানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পর্যায়ের বিভিন্ন সংগঠন এমনকি ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে অনেকেই বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে সরকারি ব্যবস্থাপনায়ও চলছে ত্রাণ বিতরণ। এখান থেকে আমরা চেষ্টা করছি বানভাসি মানুষের কাছে রান্না করা খাবার, শুকনা খাবার থেকে শুরু করে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছাতে।
দেশের এই দুর্দিনে দলমত নির্বিশেষে সকল প্রবাসীর সাধ্যানুযায়ী বানভাসি মানুষের পাশে দাঁড়ানো আহ্বান জানান তিনি।

সর্বশেষ - প্রবাস

Translate »