বৃহস্পতিবার , ২৩ জুন ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

১৫ বছর কনডেম সেলে থাকা ফাঁসির ২ আসামি খালাস

প্রতিবেদক
Probashbd News
জুন ২৩, ২০২২ ৮:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

রাজশাহীর গোদাগাড়িতে মা-মেয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইসমাইল ও সোনাদিকে খালাসের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে আপিল বিভাগ তাদের দ্রুত কনডেম সেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছেন। মামলার আরেক আসামি তরিকুল ইসলামের সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

গত ১৫ বছর ধরে কনডেম সেলে বন্দি ছিলেন ইসমাইল ও সোনাদি। তাদের অবিলম্বে কনডেম সেল থেকে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০০৬ সালের ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে মিলিয়ারা খাতুন ও তার মেয়ে পারভীনকে হত্যা করা হয়। এ মামলায় ২০০৮ সালে ইসমাইল, সোনাদি ও তরিকুলকে মৃত্যুদণ্ড দেন নিম্ন আদালত। হাইকোর্ট সেই রায় বহাল রাখে। হাইকোর্টের রায় বাতিল করে এবার মৃত্যুদণ্ড থেকে দুইজনকে খালাস ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিলেন আপিল বিভাগ।

সর্বশেষ - প্রবাস