সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমগ্র ইউরোপের প্রবাসী সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ‘অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসি (রেজিঃ নাম্বার ২৮৯২) বিগত ২০১৬ সালে ইতালির রাজধানী রোমের অভিজাত হোটেলের মিলনায়তনে সুসংগঠিত হয়। দীর্ঘ দিন সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় সহ দেশের মর্যাদা এবং বাংলার কৃষ্টি-সংস্কৃতি নিয়ে কাজ করে গেছে। তারই ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর ২০২১ এ সংগঠনটির তৃতীয় সম্মেলন ভার্চুয়াল এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে হাবিবুর রহমান হেলাল (জার্মানী) এবং এসকে এমডি জাকির হোসেন সুমন (ইতালি) সাধারণ সম্পাদক করে ২০২১-২৩ সালের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
অত্যন্ত পরিতাপের বিষয় কিছু নীতিভ্রষ্ট পদলোভী সাংবাদিক অসাংগঠনিক ভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব – আয়েবাপিসি‘র নাম ও লগো ব্যবহার করে স্পেনের মাদ্রিদে তথাকথিত সম্মেলন করার পায়তারা চালাচ্ছে। যা সম্পূর্ণ সংগঠন ও আইনের পরিপন্থি। উপরোক্ত বিষয় সমূহ বিবেচনার্থে সকলকে অবহিত করা হলো পাশাপাশি সাংবাদিক সমাজকে এদের হাত থেকে রক্ষা করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি
অনুরোধে….
সভাপতি
হাবিবুর রহমান হেলাল
সাধারন সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন
অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব – ( আয়েবাপিসি)