পদ্মা সেতু চালু হওয়ার পর প্রয়োজনীয়তা বুঝে দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে ভাববো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বেলা ১১টায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “একটা বড় সেতু মাত্র নির্মাণ করলাম। এটা আগে চালু হোক, তারপর প্রয়োজনীয়তা বুঝে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে ভাববো। তবে আগে দেখবো একটা প্রকল্প করার পর সেখান থেকে রিটার্ন কী আসবে।”
প্রধানমন্ত্রী বলেন, “এই রুটে এখন রাস্তা কম। আগে আরিচা পর্যন্ত ঘাট ছিল। সেখানে আমরা সাত কিলোমিটার রাস্তা বানিয়ে পাটুরিয়াঘাট তৈরি করেছি। এখন এদিক দিয়েও যাতায়াত সহজ হয়েছে।”