মঙ্গলবার , ১৪ জুন ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

গভীর নলকূপ থেকে পানির বদলে উঠছে গ্যাস, চলছে বাড়ির রান্না

প্রতিবেদক
Probashbd News
জুন ১৪, ২০২২ ৯:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

ময়মনসিংহের হালুয়াঘাটের একটি বাড়িতে গভীর নলকূপ থেকে পানির পরিবর্তে গ্যাস বের হচ্ছে। ভূবনকুড়া ইউনিয়নে পলাশতলা গ্রামের আলাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা দেখতে ভিড় করছে এলাকাবাসী। গভীর নলকূপ থেকে উঠে আসা গ্যাসে বাড়ির রান্নার কাজও চলছে।

মঙ্গলবার সরজমিনে গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির মালিক কৃষক আলাল উদ্দিনের বসতভিটার সামনে বসানো গভীর নলকূপটি গত ২ বছর ধরে পরিত্যাক্ত ছিল।

বন্ধ থাকার পরও টিউবওয়েল থেকে বুদ বুদ উঠতো। গেলো শুক্রবার টিউবওয়েল থেকে শব্দের মাত্রা বেড়ে যাওয়ায় গ্যাস আছে বলে সন্দেহ হয় স্থানীয়দের। এসময় টিউবওয়েলে দিয়াশলাই জ্বালিয়ে প্রাথমিক পরীক্ষায় স্থানীয়রা গ্যাস থাকার বিষয়ে নিশ্চিত হন। এর পর থেকেই আলাল উদ্দিনের পরিবার টিউবওয়েল সরিয়ে পাইপের বেইস প্লেটের ওপর শুরু করেন রান্নার কাজ।
আলাল উদ্দিন এ বিষয়ে জানান, দীর্ঘদিন ধরে আমাদের পরিবার এই টিউবওয়েল ব্যবহার করে আসছে। কিন্তু গত ২ বছর হলো চৈত্র মাসে পানির স্তর নিচে চলে যাওয়ার কারণে পানি উঠতো না। প্রতি বর্ষা মৌসুমে আমরা এই টিউবওয়েল ব্যবহার করি। গত ২ বছর ধরেই টিউবওয়েল দিয়ে শব্দ এবং বুদ বুদ বের হচ্ছিল। আমরা বিষয়টি গুরুত্ব দেইনি। পরে শুক্রবার সকালে টিউবওয়েল থেকে পানি তোলার চেষ্টা করা হলে হঠাৎ সেই শব্দের মাত্রা বেড়ে যায়। আমার খালাতো ভাই প্রথমে দিয়াশলাই দিয়ে খোঁচা দিতেই টিউবওয়েলে আগুন জ্বলে ওঠে। পরে আমি স্থানীয় মেম্বারের মাধ্যমে থানা পুলিশ ও ইউএনও স্যারকে জানাই। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের কেউ আসেননি। স্থানীয় একজনের পরামর্শে পাটের বস্তা ভিজিয়ে আগুন নেভাতে সক্ষম হই। এখন যেহেতু কেউ আসেনি, তাই টিউবওয়েল সরিয়ে পাইপের বেইস প্লেটের ওপর আমার ও ভাইয়ের পরিবারের রান্নার কাজ করছি। রান্না শেষ হলে ভেজা বস্ত্রা বেইস প্লেটের ওপরে দিয়ে রাখি।

আলাল উদ্দিনের স্ত্রী জাহানারা খাতুন বলেন, ভাত-তরকারি থেকে শুরু করে যাবতীয় রান্নার কাজ এখন এই টিউবওয়েলের গ্যাসের মাধ্যমেই করি। প্রতিদিন শত শত মানুষ এটি দেখতে আসে। আল্লাহর নিয়ামত যে টিউবওয়েলে আমরা পানি খেতাম, এখন গ্যাস বের হওয়ায় তার আগুনে ভাত-তরকারি রান্না করে খাই। আমাদের দাবি, এটি পরীক্ষা করে দেখা হোক। যদি আরো গ্যাস থাকে তাহলে তা জনগণের কাজে লাগবে।

হালুয়াঘাট ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন খান বলেন, এটির ওপর রান্না করা খুবই বিপদজনক। প্রাথমিকভাবে টিউবওয়েলের চারপাশে বেড়া দিয়ে লাল নিশান টানানো দরকার। আশে পাশে কোনো অবস্থাতেই আগুন জ্বালানো ঠিক হবে না। না হলে এখানে বড় ধরনের বিপদ হওয়ার সম্ভবনা রয়েছে। পাশাপাশি এ বিষয়ে প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগকে পরীক্ষা করে দেখে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই।

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বলেন, প্রাকৃতিক গ্যাস আমাদের দেশের একটি সম্পদ। দেশের কোথায় মুজুদ রয়েছে আমাদের জ্বালানি মন্ত্রণালয় বলতে পারবে। এখানে যে গ্যাসের মজুদ রয়েছে সে সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলতে পারবে। আমরা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আশা করি, এ বিষয়ে ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষ - প্রবাস