সোমবার , ১৩ জুন ২০২২ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যুক্তরাজ্যে নোয়াখালীর ২০০ বছর পূর্তি উদযাপন

প্রতিবেদক
Probashbd News
জুন ১৩, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ

Spread the love

নোয়াখালী জেলা প্রতিষ্ঠার ২০০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্যে নোয়াখালী সমিতি ইউকের উদ্যোগে ‘নোয়াখালী উৎসব ২০২২’ উদযাপিত হয়েছে।

রোববার (১২ জুন) স্থানীয় সময় বেলা ১১টায় লন্ডনের রয়েল রিজেন্সি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন আনন্দ উৎসবে মেতে উঠেন যুক্তরাজ্যে বসবাসরত নোয়াখালীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ।

অনুষ্ঠানে যুক্তরাজ্যে সাম্প্রতিক স্থানীয় কাউন্সিল নির্বাচনে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বেশ কয়েকজন নির্বাচিত কাউন্সিলর, মেয়র, মুক্তিযোদ্ধা ও কমিউনিটিতে অবদান রাখা অনেক ব্যক্তিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। নোয়াখালীর ইতিহাস, ঐতিহ্যের ওপর নির্মিত তথ্যবহুল বিশেষ ডকুমেন্টারি প্রদর্শিত করা হয়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মেধাবী শিশুদের পুরষ্কার বিতরণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন- আয়োজক নোয়াখালী সমিতি ইউকের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আবু জাফর, নোয়াখালী উৎসব উদযাপনকমিটির আহ্বায়ক আব্দুল হক রাজ, প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির জাহাঙ্গীর, সদস্য সচিব মোহাম্মদ আখতার, এম এহোসেন নিজাম ও আলাউদ্দিন রাসেল প্রমুখ।

তারা বলেন, নোয়াখালীর ঐতিহ্যের ২০০ বছরকে স্মরণীয় করে রাখতে বিলেতে বসবাসরত নোয়াখালীবাসীকে নিয়ে আজকের এই আয়োজন। এছাড়াও যুক্তরাজ্যে বেড়ে উঠা তরুণ প্রজন্মের কাছে নোয়াখালীর নাম ইতিহাস, সংস্কৃতি, গৌরব ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করিয়ে দিতে পারা আমাদের আয়োজনের অন্যতম সার্থকতা।

আলোচনা শেষে ফ্যাশন ডিজাইনার শারমিন মৌয়ের পরিচালনায় বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাকের ওপর ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এরপর সংগীত পরিবেশনা করেন সংগীত শিল্পী ফাহমিদা নবী ও যুক্তরাজ্যের স্থানীয় বেশ কয়েকজন শিল্পী।

অনুষ্ঠানে উপস্থাপন করেন আঞ্জুমান মুন্নি ও মিনহাজ খান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান, যুক্তরাজ্যের স্থানীয় রাজনীতিবিদ, বেশ কয়েকজন এমপি, কাউন্সিলররা, বাংলাদেশি বংশোদ্ভূত এমপিসহ আরও অনেকে।

মেঘনার অববাহিকায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জন্ম নেওয়া নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের প্রাচীন ঐতিহ্যবাহী একটি জেলা। যার পূর্ব নাম ছিল ভূলুয়া। ১৮২১ সালে ভূলুয়া নামে প্রতিষ্ঠা লাভের পর ১৮৬৮সালে এই জেলার নাম বদলে রাখা হয় নোয়াখালী। দেশের অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণসহ নানা কারণে সারা বাংলাদেশে এই অঞ্চল বেশ আলোচিত।

সর্বশেষ - প্রবাস

Translate »