রবিবার , ৫ জুন ২০২২ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘ইউরোপীয় দেশের পাঠানো ট্যাংক ধ্বংস করেছে রাশিয়া’

প্রতিবেদক
Probashbd News
জুন ৫, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ

Spread the love

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান রুশ হামলায় ধ্বংস হয়েছে। ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে এসব সরবরাহ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। রবিবার (৫ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে কিয়েভে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে পশ্চিমাদের ফের হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা শুরু করে তাহলে রাশিয়া নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রোশিয়া-১’কে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, যদি এই ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়, আমরা সেই লক্ষ্যবস্তুগুলোকে আঘাত করবো। যাতে আমরা এখনো আঘাত করিনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ১০২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধ এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বাড়ছে।

সর্বশেষ - প্রবাস

Translate »