রবিবার , ৫ জুন ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্রথমবারের মতো আলোকিত পদ্মা সেতু

প্রতিবেদক
Probashbd News
জুন ৫, ২০২২ ১২:১৬ পূর্বাহ্ণ

Spread the love

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ল্যাম্পপোস্ট প্রজ্বলিত করা হয়েছে। শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সেতুর ১২ নম্বর স্প্যানের ল্যাম্পপোস্টগুলো প্রজ্বলন করা হয়।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছন। প্রথমবারের মতো সেতুর ল্যাম্পপোস্ট প্রজ্বলন হলো।

২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়। ৬.১৫ কিলোমিটার সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। এরমধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। মূল সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হয় ১৮ এপ্রিল। এরপর ক্যাবল লাইনের কাজ শুরু হয়।

বাজেট অধিবেশন শুরু আগামীকালবাজেট অধিবেশন শুরু আগামীকাল
পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, একটা একটা করে স্প্যানের ল্যাম্পপোস্ট গুলো পরীক্ষামূলক জ্বালানো আজকে থেকে শুরু হয়েছে। এভাবে প্রতিটি স্প্যানের ল্যাম্পপোস্টের কাজ শেষ হওয়ার পর পরীক্ষা করে দেখা হবে।

padma-bridge-0000
আলো জ্বলছে পদ্মা সেতুতে। ছবি: বাছির উদ্দিন জুয়েল
পদ্মা মূল সেতুর অগ্রগতি ৯৯ ভাগ। ২৫ জুন উদ্বোধনের পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতুর সড়ক পথ।

সর্বশেষ - প্রবাস