মার্কিন মিডিয়া প্রধানদের এবার হুঁশিয়ারি দিলো রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা আগামী সোমবার মস্কোতে একটি বৈঠকে মার্কিন সংবাদমাধ্যমের প্রধানদের ডেকেছে। সেখানে রাশিয়ান মিডিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় কঠোর পদক্ষেপের বিষয়ে তাদের অবহিত করা হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। শুক্রবার (৩ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রুশ মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্রে রাশিয়ান মিডিয়া- অপারেটর এবং সাংবাদিকদের কাজ স্বাভাবিক করা না হয়, তবে সবচেয়ে কঠোর ব্যবস্থা অনিবার্যভাবে অনুসরণ করা হবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১০০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো দেশ দুইটির মধ্যে পূর্ব ইউক্রেনে সংঘাত বেড়েছে।