রাজধানীর চাঞ্চল্যকর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজ ছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যার অন্যতম সন্দেহভাজন সুমন শিকদার মুসাকে ওমান থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ সদর দপ্তর। এজন্য ইন্টারপোলে যোগাযোগ করেছে পুলিশ। মুসাকে দেশে ফেরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম রবিবার (৫ জুন) সকালে যাচ্ছে ওমান।
ডিবির মতিঝিল বিভাগের দুইজন এডিসি এবং ইন্টারপোল ডেস্কের একজন সদস্য থাকছে এই টিমে। বুধবার (৮ জুন) মুসাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে। ওমানে তাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। দেশে ফেরাতে সহায়তা করছে ইন্টারপোল। টিপু-প্রীতি হত্যা মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।