শনিবার , ১৫ জানুয়ারি ২০২২ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জাতিসংঘ মহাসচিবকে সুহাইল শাহীনের ধন্যবাদ

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ১৫, ২০২২ ৯:৫৪ পূর্বাহ্ণ
জাতিসংঘ মহাসচিবকে সুহাইল শাহীনের ধন্যবাদ

Spread the love

তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ প্রদান করেছেন। 

যুক্তরাষ্ট্রের আটকে রাখা ১০ বিলিয়ন ডলার মুক্ত করার আহ্বান জানানোয় তিনি এই ধন্যবাদ প্রদান করেন। 

একাধিক টুইট বার্তায় সুহাইল শাহিন বলেন, জাতিসংঘ মহাসচিবের কথায় আফগানিস্তানের মাঠের বাস্তবতা উঠে এসেছে। 

শুক্রবার জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আফগানিস্তানকে ৫০০ কোটি ডলার তহবিল সহায়তার আহ্বান জানান। তিনি আফগানিস্তানের জব্দ করা সম্পদ অবমুক্ত করে এর ব্যাংকিং ব্যবস্থা শুরু করার কথা বলেন। যাতে দেশটির অর্থনৈতিক ও সামজিক পতন ঠেকানো সম্ভব হয়।

আন্তোনিও গুতেরেস সাংবাদিকদের বলেন, ‘হিমায়িত তাপমাত্রা এবং হিমায়িত (জব্দ) সম্পদ আফগানিস্তানের জনগণের জন্য একটি মারাত্মক সংমিশ্রণ। এটা জীবন বাঁচাতে অর্থ ব্যবহার করা থেকে বাধা দেয়। এমন নিয়ম এবং শর্তগুলো এই জরুরি পরিস্থিতিতে স্থগিত করা উচিত।

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে গুতেরেস বলেন, খাদ্য জোগাতে আফগানিস্তানের মানুষ ছোট শিশুদের বিক্রি করে দিচ্ছে।

জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ করে তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেন, আফগানিস্তানের পরিস্থিতির বিষয়ে মনোযোগ আকর্ষণে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ প্রশংসনীয়।

সর্বশেষ - প্রবাস