বৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২ | ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বাংলাদেশি নাবিক নিহতের ঘটনায় যা বলল রাশিয়া

প্রতিবেদক
Probashbd News
মার্চ ৩, ২০২২ ১:১৯ অপরাহ্ণ
বাংলাদেশি নাবিক নিহতের ঘটনায় যা বলল রাশিয়া

Spread the love

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’  বুধবার ইউক্রেনের ওলভিয়া বন্দরে নোঙ্গর করা অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। এ সময় ক্ষেপণাস্ত্রের আাঘাতে জাহাজটির নাবিক হাদিসুর রহমানের মৃত্যু হয়। হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে রাশিয়া।

এ বিষয়ে ঢাকায় অবস্থিত রুশ দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, আমরা মৃত ব্যক্তির কাছের জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বন্দর থেকে বাংলাদেশি জাহাজটির নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে রাশিয়ার পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।

রাশিয়া বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনার পারিপার্শ্বিকতা যাচাই করছে বলেও বিবৃতিতে আরও জানানো হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর কমান্ড নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানিয়েছে যে, পিছু হটার সময় ইউক্রেনের জাতীয়তাবাদীরা এলোপাতাড়ি গুলি চালায়, ইচ্ছাকৃতভাবে মানুষদের জিম্মি করে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে এবং বহুল প্রচলিত জঙ্গি কৌশল প্রয়োগ করছে।

বিবৃতিতে বিশেষ সামরিক অভিযানের কারণে কোনো ধরনের মানবিক সংকট দেখা দিলে যোগাযোগের জন্য কিছু হটলাইন নাম্বার এবং একটি ইমেল ঠিকানাও দেওয়া হয়েছে। কোনো বেসামরিক ব্যক্তি ইউক্রেন ছাড়তে চাইলে, সে ব্যাপারে সহযোগিতার জন্যও এই হটলাইনে যোগাযোগ করা যাবে। 

হটলাইন নাম্বারগুলো হচ্ছে +7 495 498-34-46, +7 495 498-42-11, +7 495 498-41-09 এবং ইমেল ঠিকানা হচ্ছে gumvs@mil.ru 

প্রসঙ্গত, সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ।

ওই জাহাজে থাকা বাকি ২৮ জন ক্রু সদস্য অক্ষত আছেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
কেন জলবায়ু কর্মকাণ্ড কার্যকর হচ্ছে না, জানালেন প্রধানমন্ত্রী

কেন জলবায়ু কর্মকাণ্ড কার্যকর হচ্ছে না, জানালেন প্রধানমন্ত্রী

জোয়ারে তলিয়ে গেছে ধানক্ষেতসহ বিস্তীর্ণ এলাকা

টিকাদানে ব্যাপক সাফল্য তুরস্কের, ৮ কোটি জনসংখ্যার ৭ কোটির টিকা সম্পন্ন!

টিকাদানে ব্যাপক সাফল্য তুরস্কের, ৮ কোটি জনসংখ্যার ৭ কোটির টিকা সম্পন্ন!

বায়ুদূষণের শীর্ষে বাংলাদেশ; ঢাকা বিশ্বের দ্বিতীয় দূষিত শহর

জার্মানিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০, ঝুঁকিতে অনেকে

জার্মানিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০, ঝুঁকিতে অনেকে

অস্থির ঠাকুরগাঁওয়ের নিত্যপণ্যের বাজার

ইংল্যান্ডের এসেক্স জেলার সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরেই বিধ্বস্ত হয়েছে উড়োজাহাজ

৯ হাজার রানের মাইলফলক ছুঁয়ে যেসব রেকর্ড ভাঙলেন রুট

৯ হাজার রানের মাইলফলক ছুঁয়ে যেসব রেকর্ড ভাঙলেন রুট

প্রবাসী চিকিৎসকদের উপহারের ২৫০ মোবাইল ভেন্টিলেটর আসছে রাতে

প্রবাসী চিকিৎসকদের উপহারের ২৫০ মোবাইল ভেন্টিলেটর আসছে রাতে

ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

Translate »