রবিবার , ২৯ মে ২০২২ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স

প্রতিবেদক
Probashbd News
মে ২৯, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ

শিরোপা নিশ্চিত হওয়ার পর আনন্দে মাতোয়ারা ডেভিড মিলার এবং শুভমান গিল

আইপিএলের প্রথম আসরে এসেই শিরোপা জিতে নিয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। রবিবার (২৯ মে) ফাইনালে রাজস্থান রয়েলসকে ৭ উইকেটে হারিয়েছে গুজরাট। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে রাজস্থান রয়েলস।

গুজরাটের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজস্থানের ব্যাটাররা ভাল ব্যাট করতে পারেনি। জস বাটলার সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন। অধিনায়ক সঞ্জু স্যামসাং ১৪ রান এবং ট্রেন্ট বোল্টের ১১ রান ছিল উল্লেখ করার মতো। গুজরাটের বোলারদের মধ্যে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৭ রানে ৩ উইকেট লাভ করেন। ১৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে গুজরাট টাইটান্স। রাজস্থান রয়েলস ১৩১ রানের জবাবে খেলতে নেমে ডেভিড মিলার এবং শুভমান গিলের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে গুজরাট টাইটান্স। ডেভিড মিলার ১৯বলে অপরাজিত ৩২ এবং শুভমান গিল ৪৩ বলেন ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন দলের জয় নিশ্চিত করেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৩০ বলে ৩৪ রানের ইনিংস খেলে দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখেন।

সর্বশেষ - সাহিত্য

Translate »