শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের রুপা রানি দে ও সুমিত্রা রানী দে’র দখল হয়ে যাওয়া ও তাঁদের পরিবারের করুণ অবস্থা নিয়ে সম্প্রতি ডিবিসি নিউজে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে সামাজিক গণমাধ্যমে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
এরই প্রেক্ষিতে শরীয়তপুর জেলা প্রশাসনের পক্ষে ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা সহ দেশের ও দেশের বাইরের বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ পরিবারটির সাথে যোগাযোগ করতে থাকেন। তাঁরা কিছু অর্থ সহযোগিতাসহ শীতবস্ত্র এবং খাদ্য সহায়তা প্রদান করেন।
এরই মধ্যে সুমিত্রা দে’র পরিবারের জমি ফিরিয়ে দিতে দখলদার সিকদার পরিবারের সাথে শরীয়তপুরের ডিবিসি নিউজ এর নেতৃত্বে এক দল সংবাদ কর্মী দেখা করেন। পরে তারা শরীয়তপুর জেলা প্রশাসক সহ শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এর সাথেও বিষয়টি নিয়ে আলোচনা করেন।
তারই ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি বৃহষ্পতিবার দুপুর একটা ত্রিশ মিনিটে সুমিত্রা দে’র বাড়িতে উপস্থিত হলেন পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম।
এ সময় তিনি সুমিত্রা দের পরিবারের বর্তমান অবস্থাসহ সকল বিষয়ে খোঁজ-খবর নেন এবং মন্ত্রীর মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশরাফুন্নেছা ফাউন্ডেশন হতে তাৎক্ষণিক ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।
মন্ত্রী এই পরিবারটিকে জোরপূর্বক উচ্ছেদ করে দখল করে নেওয়া জমি ঘরবাড়ি ফেরত দেয়ার বিষয়ে আশ্বাস প্রদান করেন। তিনি পরিবারের তিন বোনের লেখাপড়ার খরচ, সুমিত্রা দের চিকিৎসা ব্যবস্থা সহ রুপা রানীর অনার্স পরীক্ষায় পাস করার পর একটি চাকরি প্রদান এবং পরিবারকে সকল ধরনের সহায়তা প্রদানে পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।
মন্ত্রী যাওয়ার পর সুমিত্রা দে ডিবিসিকে জানান ‘মন্ত্রীর কথায় আমরা আশ্বস্ত হয়েছি, আমাদের উদ্বেগ কিছুটা হলেও প্রশমিত হয়েছে।’
পরিবারের জৈষ্ঠ্য সদস্য রুপা রানী দে তাদের পাশে একজন শক্ত অভিভাবক পেয়েছেন বলে উল্লেখ করেন। সুমিত্রা দে মনে করছেন মন্ত্রী তাদের পাশে থাকলে নিশ্চয়ই তারা হারিয়ে যাওয়া ভিটেমাটি ফিরে পাবেন।
সুমিত্রা দে ডিবিসিসহ অন্যান্য গণমাধ্যমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁদের পাশে দাঁড়ানোর জন্য। একই সাথে প্রত্যাশা করেন ভিটেমাটি পুণরুদ্ধার পর্যন্ত গণমাধ্যম যেন তাঁদের পাশে থাকে।
এছাড়াও রূপা রানী দে গণমাধ্যমকর্মীদের কাছে দেয়া আরেক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের জন্য সরব হওয়া কোটি মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।