বুধবার , ২৫ মে ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নাগরিক ঐক্যের সাথে ‘কার্যকর’ আলোচনা হয়েছে : মির্জা ফখরুল

প্রতিবেদক
Probashbd News
মে ২৫, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ

Spread the love

বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে নাগরিক ঐক্যের সাথে ‘কার্যকর’ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ মে) বিকেলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন দলটির সাথে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য এই আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছি। উদ্দেশ্যে একটাই- এটাকে একটা যৌক্তিক পরিণতির দিতে নিয়ে যাওয়া। আজকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের কার্য্করী আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি এই আলোচনার রেশ ধরে বাকি দলগুলোর সাথেও আলোচনা ফলোপ্রসূ হবে। আমরা অন্যান্য দলগুলোর সাথেও কথা বলব। আমরা আশা করছি, তাদের সাথে অতি দ্রুত আলাপ-আলোচনা শেষ করে একটা যৌথ আন্দোলনের সূচনা করতে পারবো এবং খুব শিগগিরই আমরা এই কাজটা করতে পারবো।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেশের মানুষ আশা করে আছে যে বিরোধী দলগুলো একটা ঐক্যের মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে সফল কার্যকরী আন্দোলন গড়ে তুলবে। সেই আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তন আনবে এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে একটা জনগণের সরকার ও পার্লামেন্ট হবে। সেই লক্ষ্যে আমরা আজকে নাগরিক ঐক্যের সাথে কথা বলেছি।’

সর্বশেষ - প্রবাস

Translate »