যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত মাংকি পক্স ভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র সিডিসি ম্যাসাচুসেটস এ ঐ রোগী শনাক্তের কথা নিশ্চিত করে।
এর আগে মাংকিপক্সের সন্দেহভাজন রোগী হিসেবে বেশ কয়েক জনকে পরীক্ষা করে কানাডার কুইবেক প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এই সপ্তাহের শুরুর দিকে বেশ কয়েকজন রোগী শনাক্তের কথা জানায় ইউরোপীয় স্বাস্থ্য কর্মকর্তারা। এছাড়াও গত দুই সপ্তাহে পর্তুগাল, স্পেন এবং যুক্তরাজ্যে মাংকিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বিরল হলেও এই ভাইরাসটি মারাত্মক হয়ে উঠতে পারে বলে জানিয়েছে সিডিসি। সাধারণ ফ্লুজনিত উপসর্গ জ্বর, পেশীতে ব্যাথা, গলা ফোলা হচ্ছে মাংকি পক্সের প্রাথমিক লক্ষণ। পরে মুখ এবং শরীরে চিকেনপক্সের মতো র্যাশ দেখা যায় বলে জানিয়েছে সিডিসি। সংস্থাটি জানায়, ভাইরাসটি মানুষের শরীরের বিভিন্ন তরলের মাধ্যমে ছড়াতে পারে কিংবা আক্রান্ত রোগীর পোশাক থেকেও ছড়ানোর ঝুঁকি থাকে।