স্থানীয় সময় শনিবার (১৪ই মে) রাতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের টাউনসভিলে গাড়ি দুর্ঘটনায় মারা যান অ্যান্ড্রু সাইমন্ডস। অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য এটি একটি বড় ধাক্কা।
অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ১৯৮টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
অস্ট্রেলিয়ার বার্মিংহামে জন্মগ্রহণকারী সাইমন্ডস যুক্তরাজ্যের কেন্ট, গ্লুচেস্টারশায়ার, ল্যাঙ্কাশায়ার এবং সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার যৌথ রেকর্ডটি তার দখলে।
চলতি বছরের শুরুতে সাবেক উইকেটরক্ষক রড মার্শ এবং কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের মৃত্যুর পর তার মৃত্যু অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য আরেকটি উল্লেখযোগ্য ক্ষতি।