সোমবার , ১৬ মে ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ন্যাটোতে যোগের সিদ্ধান্ত সুইডেন-ফিনল্যান্ডের গুরুতর ভুল: রাশিয়া

প্রতিবেদক
Probashbd News
মে ১৬, ২০২২ ১০:০৫ অপরাহ্ণ

Spread the love

ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটো সামরিক জোটে যোগদানের সিদ্ধান্ত একটি গুরুতর ভুল বলে সতর্ক করেছে রাশিয়া।

সোমবার সাংবাদিকদের দেয়া এক বক্তব্যে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ হুঁশিয়ারি দেন।

এ সময় ন্যাটোতে যোগ দিলে মস্কো এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এছাড়া এতে সামরিক উত্তেজনা আরো বাড়বে। ফলে দুই দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে রাশিয়ার গণমাধ্যমে জানান তিনি।

এর আগে রবিবার ন্যাটোতে যোগদানের বিষয় নিশ্চিত করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাওলি নিনিস্তো। এছাড়া এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মানি ও ন্যাটো প্রধান বলেন, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিতে চাইলে তাদের স্বাগত জানান হবে। এর এক দিন পর রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য সামনে আসলো।

সর্বশেষ - প্রবাস

Translate »