সোমবার , ১৬ মে ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দাস বানিয়েছে: ইমরান খান

প্রতিবেদক
Probashbd News
মে ১৬, ২০২২ ১০:০৩ অপরাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দাস বানিয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান।

রবিবার পাকিস্তানের ফয়সালাবাদ শহরে এক জনসভায় একথা বলেন তিনি।

ইমরান বলেন, আক্রমণ না করেই তার দেশকে দাস বানানো হয়েছে। এসময় বর্তমান সরকারকে আমদানি করা সরকার হিসেবেও অভিহিত করেন তিনি। এছাড়াও তাকে ক্ষমতায় না ফেরাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাক-পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো অর্থ ভিক্ষা চাইবেন বলেও অভিযোগ করেন তিনি।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে হতাশ করার সাহস দেখাবেন না বিলাওয়াল। কারণ, বিলাওয়াল ও তাঁর বাবা আসিফ আলি জারদারি বিশ্বের কোথায় কোথায় তাঁদের অর্থ কোথায় লুকিয়ে রেখেছেন, তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এই তথ্যগুলো সম্পর্কে অবগত। এই কারণেই বিলাওয়াল যুক্তরাষ্ট্রকে চটানোর সাহস করবেন না। তাহলে তিনি সবকিছু হারাবেন।

সর্বশেষ - প্রবাস

Translate »