সিলেটের কাজিটুলায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে ৫ টন ভোজ্য তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে সয়াবিন তেলের একটি গোডাউনের সন্ধান পাওয়ার পর অভিযান চালিয়ে ৪৬৯৯ লিটার তেল উদ্ধার করেছে সিলেটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা যায়, লালদিঘির পাড়ে ভোক্তা অধিকার ও র্যাব -৯ এর নিয়মিত অভিযানের সময় গোডাউনে তেল রাখার খবর পায় অভিযানকারী দল। সেখানে না পেয়ে দুই ঘণ্টার যৌথ অভিযানে প্রথমে কামাল ব্রাদার্সের গোডাউনে ও পরে পাশে থাকা স্বত্তাধিকারী কামাল উদ্দিনের বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ১৭০ কার্টুনে ৪৬৯৯ লিটার তেল উদ্ধার করে। পরবর্তীতে তা উপস্থিত মানুষের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
এর আগে, গতকাল নগরের কালিঘাট পাইকারি বাজারে অভিযান চালিয়ে পাচটন তেল উদ্ধার করে ভোক্তা অধিকার অধিদপ্তর।