কারগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। তার আগে পাসপোর্ট জমা দিতে হবে তাকে। দুর্নীতি দমন কমিশন- দুদকের করা মামলায় জামিন পেয়েছেন তিনি। দুই’শ ১৯ কোটি টাকা জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে করা এ মামলায় ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করা হয়েছে।
দুদকের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ছিল বুধবার।
তার প্রধান আইনজীবী দেশের বাইরে থাকায় এ শুনানি অনুষ্ঠিত হয়নি। তবে মানবিক কারণে তাকে জামিন দেওয়ার আবেদন করেন তার আইনজীবী।
শুনানি শেষে ঢাকা মহনগর বিশেষ জজ- ৬ এর বিচারক আল আসাদ মো.আসিফুজ্জামান দশ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। তবে, পাসপোর্ট ও মেডিক্যাল রিপোর্ট জমার শর্ত ও আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জুড়ে দেওয়া হয় আদেশে।
আর চার্জ গঠনের শুনানির জন্য সময় চেয়ে করা আবেদন মঞ্জুর করে ৯ই জুন দিন ঠিক করেছে আদালত।
আসামিপক্ষের আইনজীবী গাজী জিল্লুর রহমান বলেন, ‘দীর্ঘ দিন যাবৎ সে কাস্টাডিতে আছে বিনা বিচারে। সে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ। কাস্টাডিতে থাকাকালীন সে দীর্ঘদিন আইসিইউতে ছিলেন। ন্যায় বিচারের স্বার্থে আমরা আদালতের কাছে আবেদন করলে আদালত আমাদের সে মানবিক বিবেচনায় আসামিকে জামিন মঞ্জুর করেন।’
দুদক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বলেন, ‘মানবিকভাবে তিনি জামিন চেয়েছেন। সুতরাং সে কারণে আদালত তাকে ৯জুন পর্যন্ত জামিন দেয়া হয়েছে। তাকে পাসপোর্ট ও মেডিক্যাল রিপোর্ট জমা দিতে হবে। বিদেশ যেতে পারবে না।’
দুদকের এই মামলায় জামিন পাওয়ার মধ্য দিয়ে সম্রাট তার বিরুদ্ধে থাকা চারটি মামলাতেই জামিন পেলেন। ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা রইল না।