বুধবার , ১১ মে ২০২২ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

গতিপথ পরিবর্তন ঘূর্ণিঝড় ‘অশনি’র, অন্ধ্র প্রদেশে রেড অ্যালার্ট

প্রতিবেদক
Probashbd News
মে ১১, ২০২২ ৯:৪১ পূর্বাহ্ণ

Spread the love

প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অশনি’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। বুধবার গতিপথ পাল্টে অন্ধ্রপ্রদেশের কাকিনাদা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’। অশনির প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে উপকূলীয় অঞ্চলটিতে।

বঙ্গোপসাগরে যাওয়ার আগে অন্ধ্রপ্রদেশের কাকিনাদা উপকূল স্পর্শ করবে ‘অশনি’। ঘূর্ণিঝড়টি এখন পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পরবর্তী কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপূর্ব দিকে যাবে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, অন্ধ্র প্রদেশ থেকে ৩৪ কিলোমিটার দূরত্বে থাকার সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৫ কিলোমিটার।

এরইমধ্যে অন্ধ্রপ্রদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মাছিলিপাটনাম, নারসাপুর, ইয়ানাম, কাকিনাদা, টুনি এবং বিশাখাপত্তনম উপকূল অতিক্রম করবে ‘অশনি’। বিশাখাপত্তনম সাইক্লোন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কাকিনাদা উপকূল স্পর্শ করার পর ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম উপকূল বরাবর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে।

অশনির প্রভাবে কাকিনাদা, গণগাভরম ও ভীমুনিপত্তনম বন্দর এলাকায় ভারি বৃষ্টি হচ্ছে। এতে কাঁচা বাড়ি-রাস্তা, ধানের জমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এরইমধ্যে দুর্ঘটনা এড়াতে বিশাখাপত্তনম বন্দর বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ রয়েছে ফ্লাইট চলাচলও।

অন্ধ্র প্রদেশে দুর্যোগ মোকাবিলা বাহিনীর ৯টি টিম মোতায়েন করা হয়েছে। এছাড়া ওড়িশা এবং পশ্চিমবঙ্গেও জরুরি বাহিনী মোতায়েন করা হয়েছে। এসব রাজ্যের বেশ কিছু জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

সর্বশেষ - প্রবাস

Translate »