বুধবার , ১৯ জানুয়ারি ২০২২ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

চলন্ত বাসে হঠাৎ আগুন, ভিডিও ভাইরাল

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ১৯, ২০২২ ১:৫৪ অপরাহ্ণ
চলন্ত বাসে হঠাৎ আগুন, ভিডিও ভাইরাল

Spread the love

ভারতের গুজরাটে চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে।  এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সুরাটের ভারাছা এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। 

সুরাট মিউনিসিপ্যাল করপোরেশনের (এসএমসি) অগ্নি নির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। 

বাসটিতে সে সময় ১৬ জন আরোহী ছিল। তাদের মধ্যে সবাই নামতে পারলেও এক নারী বাসেই আটকা পড়ে জীবন্ত দগ্ধ হন। আরেক যাত্রীর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। 

বাসটির মাত্র একটি দরজা ছিল।  আগুন লাগার পর যাত্রীদের চিৎকারে পথচারীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন।  স্থানীয়রা ওই সময়ের ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে জ্বলন্ত বাসের সামনে পথচারীদের দাঁড়িয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করতে দেখা গেছে। 

শর্ট সার্কিট থেকে বাসটিতে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সর্বশেষ - প্রবাস