ভারতের অন্তত পাঁচটি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এ যাবৎকালের সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার করছে দেশটি। বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রির কাছাকাছি।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের বেশিরভাগ অঞ্চলে আগামী পাঁচদিন তাপপ্রবাহ বিরাজ করতে পারে। এসময়ে উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়তে পারে।
এরইমধ্যে সতর্কতা জারি করা দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানাসহ বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে। শীতপ্রধান জম্মু অঞ্চলেও চলতি মৌসুমে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের আগাম ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ।
এ অবস্থায় চাহিদা বাড়লেও কয়লা সংকটের কারণে মহারাষ্ট্রের মত অঞ্চলগুলোতে বিদ্যুৎ সংকট তীব্র হয়ে উঠছে। চাহিদা মেটাতে সীমিত সময়ের জন্য কলকারখানা গুলোতে জ্বালানি সরবরাহ করছে গুজরাট, অন্ধ্রপ্রদেশের মত রাজ্যগুলো।