সোমবার , ২৫ এপ্রিল ২০২২ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আমাদের সন্তানদের খেলার জন্য তেতুলতলা মাঠটি বুঝিয়ে দিন

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ২৫, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ

সোমবার বিকেলে তেতুলতলা মাঠে পুলিশের থানা ভবন নির্মাণ ও এলাকাবাসীকে নির্যাতন ও হয়রানির প্রতিবাদে নাগরিক সমাবেশ করেছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন। ছবি: ভোরের কাগজ

রাজধানীর কলাবাগান এলাকায় তেতুলতলা মাঠে পুলিশের থানা ভবন নির্মাণ ও এলাকাবাসীকে নির্যাতন ও হয়রানির প্রতিবাদে নাগরিক সমাবেশ করেছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন।

সোমবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় সমাবেশ শুরু হয়। এতে অংশ নেন স্থানীয় বাসিন্দারা সহ নগর পরিকল্পনাবিদ, পরিবেশবিদ, স্থপতি, পরিবেশবিদ, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সমাবেশে অংশ নিয়ে স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ১৯৭১ এর ২৫ মার্চ এ দেশের পুলিশ যেভাবে শত্রু পক্ষের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল। যুদ্ধে নেমেছিল। ‌ অনেকের শহীদ হয়েছিলেন। ঠিক তেমনি ভাবে এবারও জনগণের কাতারে এসে এই মাঠটি রক্ষার জন্য আমাদের সন্তানদেরকে এই মাঠটি দেয়ার জন্য আমাদেরও আগে পুলিশ সদস্যরা এগিয়ে আসবে।

মেয়র এর উদ্দেশ্যে তিনি বলেন, অন্যান্য মাঠ যেভাবে উদ্ধার করে সন্তানদের খেলার জন্য আধুনিক ও উপযোগী করছেন। একইভাবে তেতুল তলার এই মাঠটিও সন্তানদের খেলার উপযোগী হিসেবে আপনারা তৈরি করবেন।

বেলার নির্বাহি সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোন বাহিনীর বিরুদ্ধে কিংবা কোন থানা নির্মাণের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি না। নাগরিকদের সুস্থ পরিবেশের অধিকার আদায়ের স্বপক্ষের লড়াই। আগামীকাল থেকে এ মাঠে আমরা আর পুলিশ দেখতে চাই না। এলাকাবাসীকে মাটি বুঝিয়ে দেবেন। এসময় তিনি কয়েকটি দাবি উপস্থাপন করেন।

বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের যুগ্ন-সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বলেন, আমরা এই মাঠ ছাড়ছি না। স্বরাষ্ট্রমন্ত্রী বলার পরেও যদি এই ঈদের ছুটিতে কেউ এখানে থানা ভবন নির্মাণ করার দুরভিসন্ধি চিন্তা করে। আমরা তা প্রতিহত করব।

সর্বশেষ - সাহিত্য