সোমবার , ২৫ এপ্রিল ২০২২ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ব্যাগভর্তি টাকা ফেরত দিলেন ইজিবাইক চালক

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ২৫, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ

Spread the love

হাজার টাকার বান্ডিলসহ ব্যাগভর্তি টাকা পেয়েও তা ফেরত দিলেন এক দরিদ্র ইজিবাইক চালক। টাকা ফেরত পেয়ে খুশিতে টাকার মালিক চালক কে ৫হাজার টাকা দিতে চাইলে, তিনি বলেন, ‘আপনার টাকা আপনাকে টাকা ফেরত দিতে পেরেছি এটাই বড় কথা’।

সোমবার (২৫শে এপ্রিল) দুপুরে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজলার মালিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

ইজিবাইক চালকের নাম আনোয়ার হোসেন, তার বাড়ি শৈলকুপা পৌরসভার মালিপাড়া গ্রামে। আর ব্যাগভর্তি এই টাকার মালিক শৈলকুপার ধাওড়া মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার শিকদার কলেজের প্রভাষক আশরাফুল ইসলাম। তার বাড়ি শৈলকুপা উপজেলার বড়িয়া গ্রামে।

ঘটনার বিবরণে জানা যায়, ধাওড়া মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার শিকদার কলেজের প্রভাষক আশরাফুল ইসলাম শৈলকুপার রুপালী ব্যাংক থেকে ১ লক্ষ ৮৭ হাজার টাকা উত্তোলন করে। পরে সেইখান থেকে ১০ হাজার টাকা দেনা পরিশোধ করে ব্যাগভর্তি বাকি টাকা নিয়ে ইজিবাইকে উঠেন তবে ভুলক্রমে ব্যাগ রেখে নেমে পড়েন তিনি। পরে টাকার কথা মনে পড়লে ইজিবাইক চালককে খুঁজতে থাকেন।

ইজিবাইক চালকের পরিচয় নিশ্চিত করতে না পেরে হতাশ হয়ে শৈলকুপা থানায় জিডি করতে যান। এরই মধ্যে ইজিবাইক চালক বাড়িতে পৌছালে গাড়িতে থাকা ব্যাগটি তার স্ত্রীর নজরে আসে। তখনও ইজিবাইক চালক আনোয়ার হোসেন জানেন না তার গাড়িতে রাখা ব্যাগে এতগুলো টাকা আছে। স্ত্রীর কথা শুনে ব্যাগ খুলে দেখেন হাজার হাজার টাকা, যার সবই ১হাজার টাকার নোট। টাকার ২টি বান্ডিলের সাথে ভিজিটিং কার্ড ও কাগজপত্র পড়ে শৈলকুপার মালিপাড়া মাদ্রাসা কর্তৃপক্ষকে অবগত করে ব্যাগভর্তি টাকা রেখে আসেন।

এরই মধ্যে শৈলকুপা থানা পুলিশ বিষয়টি জানতে পেয়ে থানার ওসি আমিনুল ইসলাম উভয় পক্ষকে থানায় ডেকে প্রকৃত মালিককে তার টাকা বুঝিয়ে দেন। আর ইজিবাইক চালক আনোয়ার হোসেনের সততার জন্য তাকে নগদ ৫শত টাকা পুরস্কার প্রদান করেন। যদিও ইজিবাইক চালককে আশরাফুল ইসলাম ৫হাজার টাকা দিতে চাইলেও তা নেননি।

টাকার মালিক আশরাফুল ইসলাম জানান, রুপালী ব্যাংক টাকা তুলেছিলেন পারিবারিক, অন্যান্য খরচ ও দেনা পরিশোধের জন্যে। ব্যাংক থেকে নেমে ইজিবাইকে উঠেন, তারপর ভুল করে টাকার ব্যাগ রেখে নেমে পরেন আর খুঁজে পাননি। ইজিবাইক চালকের এমন সততার কারণে হারিয়ে যাওয়া এতগুলো টাকা ফেরত পেয়েছেন তিনি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, টাকা হারিয়ে থানায় জিডি করতে আসে আশরাফুল নামে এক ব্যক্তি। পরে খবর পাই টাকাগুলো মাদ্রাসায় ইজিবাইক চালক গচ্ছিত রেখেছেন। পরে সেখান থেকে টাকা নিয়ে উভয়পক্ষকে থানায় এনে প্রকৃত মালিককে টাকা ফেরত দেওয়া হয়। ইজিবাইক চালকের এমন সততা দেখে তাকে পুরস্কার প্রদান করা হয়েছে।

সর্বশেষ - প্রবাস

Translate »