শনিবার , ২২ জানুয়ারি ২০২২ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মাহাথির মোহাম্মদ অসুস্থ হয়ে ফের হাসপাতালে

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ২২, ২০২২ ১১:১৩ পূর্বাহ্ণ
মাহাথির মোহাম্মদ অসুস্থ হয়ে ফের হাসপাতালে

Spread the love

আধুনিক মালয়েশিয়ার রূপকার ও দেশটির সাবেক সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

অসুস্থ মাহাথিরকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে রাখা হয়েছে। শনিবার মেডিকেল সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

মাহাথির মোহাম্মদের বয়স এখন ৯৬ বছর।  তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছেন হাসপাতার কর্তৃপক্ষ সেটি জানায়নি। সাবেক প্রধানমন্ত্রীর কমিউনিকেশন টিম জানিয়েছে, শিগগিরই একটি বিবৃতি দেওয়া হবে। এর বেশি বিস্তারিত কিছু জানাতে তারা অস্বীকৃতি জানিয়েছে।

৯৬ বছর বয়সী এই রাজনীতিক এর আগে ৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে ১৩ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন।

মাহাথির মোহাম্মদের হার্টের অসুখ পুরনো।  তিনি এর আগে হার্ট অ্যাটাক করেছিলেন। তার বাইপাস সার্জারি করা।

বর্ষীয়ান এই নেতা ২০০৩ সালের আগ পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়া শাসন করেছেন। তার শাসনামলে অভূতপূর্ব উন্নতি সাধন করে মালয়েশিয়া।

মাঝে বিরতি দিয়ে ৯২ বছর বয়সে মাহাথির আবারও প্রধানমন্ত্রী হন।  ২০১৮ সালের ভোটে তিনি জয়ী হন। দলের ভেতরকার অভ্যন্তরীণ বিবাদের কারণে তার সরকার দুই বছরও টিকতে পারেনি।

প্রধানমন্ত্রী পদ গেলেও তিনি এখনও মালয়েশিয়ার রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি।

সর্বশেষ - প্রবাস

Translate »