মঙ্গলবার , ১৯ এপ্রিল ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পাকিস্তানে শপথ নিল শাহবাজের মন্ত্রিসভা

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ১৯, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ক্ষমতায় আসার ৯ দিন পর অবশেষে শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরা। পাকিস্তানের স্থানীয় সময় মঙ্গলবার সকালে পাকিস্তানের প্রেসিডেন্টের বাসভবনে শপথ অনুষ্ঠিত হয়। তবে অনুপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

মন্ত্রিসভার ৩১ ফেডারেল মন্ত্রী, ৩ রাজ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ৩ উপদেষ্টা শপথ নিয়েছেন। সিনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জারানি তাদের শপথ পাঠ করান। এর আগে প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন মন্ত্রিপরিষদের শপথ পাঠ করাতে অস্বীকৃতি জানিয়ে ক্ষমা চান। অসুস্থতার কারণে আজ তিনি ছুটিতে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, মন্ত্রণালয়ের বন্টন নিয়ে ক্ষমতাসীন জোটের দলগুলোর মধ্যে মতবিরোধের সমাধান হয় নি বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম। দাবি পূরণ না হওয়ায় অবিলম্বে নির্বাচনের আহবান জানিয়েছে জেইউআইএফ।

অন্যদিকে, পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হামজা শাহবাজকে শপথ পড়াতে অস্বীকৃতি জানিয়েছেন রাজ্যটির গভর্নর ওমর সরফরাজ চীমা। এর বিরুদ্ধে লাহোরের হাইকোর্টের শরণাপন্ন হতে যাচ্ছে পিএমএলএন।

সোমবার দিবাগত রাতে প্রথম ধাপে শপথ নিতে যাওয়া ফেডারেল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

তালিকায় ৩০ জন ফেডারেল মন্ত্রী, চারজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তিনজন উপদেষ্টার নাম রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তালিকা অনুযায়ী, ক্ষমতাসীন জোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় পরিষদে নেতৃত্ব দেবে পিএমএল-এন। দলটির ১২ জন ফেডারেল মন্ত্রী, দুইজন প্রতিমন্ত্রী এবং দুইজন উপদেষ্টা থাকবেন।

এছাড়া পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ৯ জন ফেডারেল মন্ত্রী, দুইজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা থাকবেন।

মন্ত্রিসভার বাকি সদস্যদের মধ্যে জেইউআইএফ থেকে চারজন, এমকিউএম-পাকিস্তান থেকে দুজন, জেডব্লিউপি, বিএপি ও পিএমএল-কিউ থেকে একজন করে মন্ত্রী হবেন।

সর্বশেষ - প্রবাস

Translate »