শুক্রবার , ১৫ এপ্রিল ২০২২ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পারমাণবিক অস্ত্র মোতায়েনের হুমকি রাশিয়ার

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ১৫, ২০২২ ৩:১৮ পূর্বাহ্ণ

Spread the love

সুইডেন ও ফিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিলে দেশ দুটির সীমান্তে পারমাণবিক অস্ত্র মোতায়েনের হুমকি দিয়েছে রাশিয়া।
এছাড়া সামরিক শক্তি বৃদ্ধিতে মস্কো বাধ্য হবে বলেও জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, এই দুটি দেশ ন্যাটোতে যোগ দিলে বাল্টিক সাগরসহ স্থল ও আকাশপথেও সেনা শক্তি বাড়াবে তারা। বিশেষ করে বাল্টিক সাগরীয় অঞ্চলে সামরিক ভারসাম্য ঠিক রাখতে রাশিয়াকে এ পদক্ষেপ নিতে হবে।

রাশিয়ার সঙ্গে ১ হাজার ৩০০ কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে ফিনল্যান্ডের। দেশটি নিজের সুরক্ষার কথা ভেবে ন্যাটোতে যোগ দেওয়ার চিন্তাভাবনা করছে। একই পথে রয়েছে সুইডেনও। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোতে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে সুইডেন।

এ বিষয়ে মেদভেদেভ জানান, এমন হলে বাল্টিক অঞ্চল পারমাণবিক অস্ত্রমুক্ত রাখার ব্যাপারে আর কোন আলোচনাই হবে না।

এদিকে, এই হুমকির পর লিথুয়ানিয়া জানিয়েছে, রাশিয়ার এ ধরনের হুমকি নতুন কিছু নয়। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝে থাকা কালিনিনগ্রাদে অনেক আগেই মস্কো পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে বলেও দাবি দেশটির।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে দেশটিতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। ঘরছাড়া হয়েছেন লাখো মানুষ। ফলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ আরও জোরালো হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - প্রবাস