ফ্লাইট সংকট আর অতিরিক্ত ভাড়ার কারণে বিপাকে বাংলাদেশের নানা উন্নয়ন প্রকল্পে কাজ করতে আসা চীনা নাগরিকেরা। করোনা বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে চীনে যাতায়াত অনেকটাই কঠিন। অবাধ যোগাযোগ চালু না হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে ব্যবসায়িক কার্যক্রম। এ অবস্থায় বিমান প্রতিমন্ত্রী বলছেন, শিগগিরই চীনের সঙ্গে যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে।
প্রায় ৩ লাখেরও বেশি চীনা নাগরিক বাংলাদেশের সরকারি বেসরকারি নানা প্রকল্পে কাজ করেন। কিন্তু করোনা সংক্রমণ রোধে নানা বিধিনিষেধ আর উড়োজাহাজের চড়া ভাড়ায় এখন বিপাকে তারা। টিকিটিং এজেন্সিগুলো বলছে, দেশটির সঙ্গে বিমান যোগাযোগ সীমিত হওয়ায় ভাড়া বেড়ে গেছে কয়েকগুণ।
নিউ ডিসকভারি ট্যু’র অ্যান্ড লজিস্টিক ইফতেখার আলম ভূইয়া রাসেল বলেন, ‘ঢাকা ক্যান্টন দুই লাখ টাকা ওয়ানওয়ে ফেয়ার এটা অকল্পনীয়। কিছু এয়ার লায়েন্স এটার সুযোগ নিয়েছে। আমাদের নানা ধরণের সমস্যা হচ্ছে। কিন্তু আমরা টাকার জন্য যেতে পারছি না। আবার অনেক সময় দেখা যায় অনেক চীনা আমাদের অফিসে এসে কান্নাকাটি করে ফেরত যাবার জন্য।‘
অভিযোগ আছে, একচেটিয়া অতিরিক্ত মুনাফা করছে বিমান সংস্থাগুলো। তবে এ বিষয়ে বক্তব্য দিতে নারাজ তারা।
চীন থেকে প্রায় সাড়ে ১২শ’ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ। যার বড় অংশই মুলধনী যন্ত্রপাতি। যন্ত্রপাতি স্থাপনের কাজেও এদেশে আসতেন চীনা নাগরিকেরা। কিন্তু উড়োজাহাজ ভাড়াসহ যাতায়াতের বিধি নিষেধে তাও এখন বন্ধ। এতে বাধাগ্রস্ত হচ্ছে উৎপাদনশীল খাত।
বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মুখপাত্র আল মামুন মৃধা বলেন, ‘যে প্লেন ফেয়ারটা আছে, এখন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ভালো হচ্ছে না। এ ব্যাপারে আমরা অনেক অভিযোগ পাচ্ছি আমাদের চীনা বন্ধুদের কাছ থেকে। কিন্তু আমাদের দিক থেকে এর সুরাহার কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।‘
এ অবস্থায় বিমান প্রতিমন্ত্রীর আশ্বাস, শিগগিরই চীনে আরও বেশি ফ্লাইট চলাচলের উদ্যোগ নেয়া হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ’যখন ভাড়া বৃদ্ধির প্রবণতা শুরু হয়েছে তখন থেকেই আমরা মিটিংয়ের পর মিটিংয়ে বসেছি। বিগত কয়েকদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে মিটিং হয়েছে। আমরা সব সময় সচেতন এটা নিয়ে। সমস্যাটা মনে হচ্ছে কমে আসবে।‘
করোনা সংকটে গেল দুই বছর ধরে উচ্চ শিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের চীন যাওয়াও বন্ধ রয়েছে।