টাঙ্গাইল জেলার বাসাইলে মধ্যরাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাশিল ইউনিয়নের নথখোলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লিমা আক্তার ওই গ্রামের সৌদি আরব প্রবাসী ময়নাল হোসেনের স্ত্রী। তাদের ঘরে চার বছরের একটি ছেলেসন্তান রয়েছে।
জানা গেছে, ময়নাল দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। এজন্য ছেলেকে নিয়ে একাই ঘরে থাকতেন লিমা। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে লিমার চিৎকারে শ্বশুর জোয়াহের এগিয়ে এলে ঘর থেকে প্রতিবেশী যুবক ওয়াসিমকে বের হয়ে যেতে দেখেন। এরপর ঘরে ঢুকে লিমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, ইট দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার পর লিমার পাশে ইটটি পড়েছিলো। ঘটনার পর থেকেই ওয়াসিম পলাতক রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য লিটন খান বলেন, ঘর থেকে বের হওয়ার সময় ওয়াসিমকে দেখেছেন নিহতের শ্বশুর। ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্ব বা টাকা চুরি করতে বাধা দেয়ায় এমন ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের ধারণা পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ওয়াসিমকে আসামি করে মামলার করা হয়েছে।