মঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নিউ ইয়র্কে পাতাল রেল স্টেশনে ১৩ জন গুলিবিদ্ধ

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ১২, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বন্দুকধারীর হামলায় ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১৩ জন।

স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ব্রুকলিনের থার্টি-সিক্স স্ট্রিটের সানসেট পার্ক স্টেশনে এই ঘটনা ঘটে। পাতাল রেল স্টেশনে এ হামলায় বেশ কিছু যাত্রীর রক্তাক্ত ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নিউ ইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত, হামলাকারী একজন পুরুষ ছিল বলে শনাক্ত হয়েছে। হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

নিউ ইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে, তাদের প্রাথমিক অনুমান গুলি কিংবা বড় কোনও বিস্ফোরক ব্যবহার হয়েছে। তারা তদন্ত চালাচ্ছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলত সকালের ব্যস্ততার মধ্যে অসুবিধায় পড়েন আশেপাশের নিত্যযাত্রীরা। তাছাড়া আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত
Translate »