সারাদেশের মতো রাজবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। রাজবাড়ী সদর হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। রোগীর চাপ সামাল দিতে হিসশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর চাপে ঠাই হচ্ছে না হাসাপাতালের বেডে। গাছের নিচে চিকিৎসা সেবা নিচ্ছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা। রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ^াসের তথ্য ও চিত্রের ভিত্তিতে প্রতিবেদন। রাজবাড়ী জেলার ১২ লক্ষ মানুষের চিকিৎসার জন্য একমাত্র ভরসাস্থল রাজবাড়ী সদর হাসপাতাল। ১০০ শয্যার এই হাসপাতালে ডায়রিয়া রোগীর জন্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২০টি বেড। হঠাৎ করে ডায়রিয়ার রোগীর চাপ বেড়ে যাওয়ার কারণে হিসশিম খাচ্ছে হাসপাতাল