মঙ্গলবার , ২৫ জানুয়ারি ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

স্পাম মেইল ঘাঁটতে গিয়ে নারী পেলেন ৩ কোটি ডলার!

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ২৫, ২০২২ ৬:৫৩ পূর্বাহ্ণ
স্পাম মেইল ঘাঁটতে গিয়ে নারী পেলেন ৩ কোটি ডলার!

Spread the love

আমেরিকার অকল্যান্ডের বাসিন্দা লরা স্পিয়ার্সের জীবনটাই পাল্টে দিল ইমেইলের জাঙ্ক মেইল।

তিনি আগে কখনও লটারির টিকিট কাটেননি। ২০২১ সালের শেষ দিনে হঠাৎ ঝোঁকের মাথায় অনলাইনে একটি টিকিট কেটে ফেলেন। খবর সিসিএস নিউজের।

১৫ দিন পরও তার ইনবক্সে কোনো ইমেইল না আসায় লরা ভেবেছিলেন, তার টিকিটটি পুরস্কার জেতেনি।

এক বন্ধুর কাজের প্রয়োজনেই পুরনো ইমেইল খুঁজতে স্পাম বক্সে ঢুকেছিলেন লরা। সেখানেই লটারি জেতার ইমেইলটি আবিষ্কার করেন।

লরা বলেন, ‘আমি শুনছিলাম মিশিগান লটারির মেগা মিলিয়ন ড্রতে অনেকেই পুরস্কার পাচ্ছেন। তাই আমিও একটা টিকিট কিনে নিয়েছিলাম ।’

লটারি সংস্থা জানিয়েছে, পাঁচটি নম্বরই মিলে যায় লাকি ড্রয়ে। যার ফলে লটারির সর্বোচ্চ পুরস্কার তিন কোটি ডলার পেয়ে যান লরা।

লটারি পাওয়ার পর তিনি কী করবেন জানতে চাওয়া হয়েছিল লরার কাছে। লরা বলেছেন, আগে আমার ইমেইলের সেটিং বদলাব। যাতে ভবিষ্যতে আর লটারি জেতার খবর মিস না হয়ে যায়! 

সর্বশেষ - প্রবাস