সোমবার , ১১ এপ্রিল ২০২২ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মাদক মামলার আসামির অভিনব সাজা

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ১১, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ

Spread the love

ঠাকুরগাঁওয়ে মাদক মামলার আসামিকে ভিন্ন রকম সাজা দিল আদালত। ওই আসামির নাম আব্দুল্লাহ (৫২)। রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী দেলোয়ার হোসেন ওই আসামিকে এক মাস আদালত চত্বরে মাদক সচেতনতার প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকার শাস্তি দিয়েছেন।

সাজাপ্রাপ্ত আব্দুল্লাহ রানীশংকৈল উপজেলার রাউৎনগর গ্রামের মন্তাজ আলীর ছেলে। তিনি ২০১৫ সালের একটি ও ২০১৬ সালের দুটি মাদক মামলার আসামি।

রায়ের দিন দুপুরেই দেখা যায়, ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন আব্দুল্লাহ। প্ল্যাকার্ডে লেখা আছে—‘মাদক ব্যবসার জন্য আমি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। মাদক দেশ ও দশের শত্রু। মাদক পরিহার করুন’। অনেকে থেমে থেমে সেই প্ল্যাকার্ড পড়ছেন। তারা এমন প্রচারের কারণ জানতে চাচ্ছেন।

রায়ে বলা হয়েছে, আসামি আব্দুল্লাহ জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে ১০ এপ্রিল থেকে আগামী একমাস প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মাদক সচেতনতার পাঠ্যসহ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকবেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী জাকির জানান, আসামির দুই মেয়ে আছে। একজন কোরআন খতম দিয়েছেন, অন্যজন দেবেন। এর আগে তার নামে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আসামি তার এই কাজে অনুতপ্ত এবং পরিবারে তিনিই একমাত্র কর্মক্ষম ব্যক্তি। তাই সামগ্রিক বিবেচনায় বিচারক এ রায় দিয়েছেন।

সর্বশেষ - প্রবাস