সোমবার , ১১ এপ্রিল ২০২২ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

দেশ ছাড়তে পারবেন না ইমরান খানের ৬ সহযোগী

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ১১, ২০২২ ৮:১৪ পূর্বাহ্ণ

Spread the love

পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের ৬ ঘনিষ্ঠ সহযোগী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না।

একাধিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ সোমবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে জানায়, ইমরানের ৬ ঘনিষ্ঠ সহযোগীর নাম ‘স্টপ-লিস্টে’ অন্তর্ভুক্ত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)।

ওই ৬ জন হলেন-ইমরান খানের মুখ্য সচিব আজম খান, রাজনৈতিক যোগাযোগ বিষয়ে প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহযোগী শাহবাজ গিল, স্বরাষ্ট্র ও জবাবদিহিতা বিষয়ে সাবেক উপদেষ্টা শাহজাদ আকবর, পাঞ্জাবের ডিরেক্টর জেনারেল গোহার নাফিস ও ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি পাঞ্জাব জোনের ডিজি মুহাম্মদ রিজওয়ান। এছাড়া পিটিআই-এর সামাজিক যোগাযোগমাধ্যম প্রধান ড. আরসালান খালিদকেও তালিকায় যুক্ত করা হয়েছে।

ন্যাশনাল অ্যাসেম্বিলিতে (এনএ) অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারানো দেশটির প্রথম কোনো প্রধানমন্ত্রী তিনি। ক্ষমতা হারানোর পর তার সহযোগীদের ওপর এ বিধিনিষেধ এলো।

সর্বশেষ - প্রবাস