শনিবার , ৯ এপ্রিল ২০২২ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কিয়েভে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ৯, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ

Spread the love

উক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার জন্য দেশটির রাজধানী কিয়েভে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, এমনটাই জানিয়েছে ডাউনিং স্ট্রিট।

শনিবার (৯ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। প্রতিবেদনে জানা যায়- বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এ সফরের লক্ষ্য ইউক্রেনের মানুষের প্রতি সমবেদনা প্রকাশ করা।

এছাড়া প্রধানমন্ত্রী জনসনের কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, বরিস জনসন এই সফরে ইউক্রেনের জন্য নতুন করে সামরিক সহায়তা ও আর্থিক প্যাকেজ ঘোষণা করবেন।

প্রতিবেদনে জানা গেছে, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার জন্য এবং দেশটির জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করতে যুক্তরাজ্য প্রধানমন্ত্রী সেখানে গেছেন বলে জানিয়েছেন জনসনের কার্যালয়ের মুখপাত্র।

সেখানে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদী সমর্থন নিয়ে আলোচনা করবেন। আর নতুন একটি আর্থিক ও সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করবেন বলেও জানানো হয়েছে।

এছাড়া বিবিসি জানিয়েছে, লন্ডনে ইউক্রেনের দূতাবাস থেকে বরিস জনসন ও ভলোদিমির জেলেনস্কির মুখোমুখি বসে থাকার একটি ছবি সোশ্যাল মিডিয়া টুইটারে প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ - প্রবাস

Translate »