রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শারীরিক বেশ কটি পরীক্ষা-নিরীক্ষা শেষে আবারও গুলশানের ভাড়াবাড়ি ফিরোজায় নিয়ে যাওয়া হয়।
বুধবার (৬ই এপ্রিল) বিকেল সাড়ে ৫টা মিনিটে তিনি বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে গিয়ে পৌঁছান। এর আগে বিকাল ৪টা ২০ মিনিট গুলশান চেয়ারপারসন বাসা থেকে রওনা করে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য রওয়ানা হন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান, পরীক্ষা নিরীক্ষার ফলাফল পাওয়ার পরই চেয়ারপার্সনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
চলতি মাসের ৩ তারিখ রমজান শুরুর পর কিছুটা দুর্বল হয়ে পড়লে মঙ্গলবার রাতে তার বাসভবনে যান মেডিক্যাল বোর্ডের সদস্যরা। এসময় তার পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া জরুরি বলে মত দেন চিকিৎসকরা। সে অনুযায়ী আজ তাকে হাসপাতালে নেওয়া হয়।
এর আগে গত ১লা ফেব্রুয়ারি ৮১ দিন পর এভারকেয়ার হাসপাতাল ছাড়েন খালেদা জিয়া। সেখান থেকে তাকে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হয়। এতদিন সেখানেই ছিলেন। মাঝে করোনার বুস্টার ডোজ দিতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেয়া হয়েছিল তাকে।
গত বছরে করোনায় আক্রান্ত হয়ে আরও দুই দফায় বেগম জিয়াকে হাসপাতালে যেতে হয়। এ সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
এদিকে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৩শে মার্চ দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
দুর্নীতির দুই মামলায় ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি দণ্ডিত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপার্সন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের২৫ শে মার্চ সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়া হয়।